অনলাইন ডেস্কঃ দেশের যুবসমাজকে সন্ত্রাসবাদ, মাদকাসক্তি ও জঙ্গিবাদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই না আমাদের দেশের যুবসমাজ বিপথে চলে যাক। আর বাবা-মায়ের জন্য দুঃখের কারণ হোক। যেমন মাদকাসক্তি, সন্ত্রাসবাদ, উগ্রপন্থা, জঙ্গিবাদ এসব থেকে যুবসমাজকে বিরত থাকতে হবে। কারণ এ পথ মানুষকে সুস্থ পথে নিয়ে যায় না। আর এ পথ ওই বেহেশত আর স্বর্গেও নিয়ে যাবে না। আর বেহেশতে নিয়ে হুর-পরীও দেবে না।
তিনি বলেন, আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে মানুষ খুন করার কোনো অধিকার দেওয়া নাই। শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তাদের অবস্থান কখনো বেহেশতে হবে না।
যুবকদের দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজকে বলবো, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে নিজের মেধা, কর্মশক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবন, পরিবার ও দেশকে উন্নত করতে হবে।
Comments
comments