জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলায় গতকাল রাতে নতুন করে আবার সংখ্যালঘুদের ঘর-বাড়িতে হামলার ঘটনার খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত তিনটি এলাকার কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রবিবার নাসিরনগরে ১৫টি মন্দির ও ৬০-৭০টি হিন্দু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার বলেছেন, ভোররাতে পাঁচটি বাড়ি ও একটি ব্যক্তিগত মন্দিরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
স্থানীয় লোকজন, প্রশাসন ও পুলিশ বলছে, উপজেলা সদরের নমশুদ্রপাড়ার পশ্চিম দিকের ফুলকিশোর সরকারের গোয়ালঘর, পাশের খোকন বিশ্বাসের রান্নাঘর, বণিকপাড়ার অমর দেবের রান্নাঘর ও বসদতঘরের কিছু অংশ, শিলপাড়ার কেশব চক্রবর্তীর রান্নাঘর ও বসতঘর, পশ্চিমপাড়ার জগন্নাথ মন্দিরের পাশের সাগর দাসের পুরাতন বাড়ির রান্নাঘর ও একটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।
রাতেই স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো হয়। তবে কয়েকটি রান্নাঘর ও গোয়ালঘর পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। তার জানান, ৮-১০টি বসতঘর ও গোয়ালঘরে আগুন দেওয়া হয়েছে। সেগুলো ‘পরিত্যক্ত’ বলে তিনি জানান।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিমের ভাষ্য, পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জড়িতদের খোঁজ করছে পুলিশ।
Comments
comments