অনলাইন ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ।
আজ শনিবার সন্ধ্যায় সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, সন্ধ্যা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে ২ নম্বর সতর্ক সঙ্কেত ছিল। এরপর তা বাড়িয়ে ৩ নম্বর করা হয়েছে। এটা আরও বাড়তে পারে।
এজন্য রাত সাড়ে ৮টার পর থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি রবিবার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর; সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
Comments
comments