Download Free BIGtheme.net
Home / জাতীয় / চিরনিদ্রায় শায়িত হলেন ডা. এম আর খান

চিরনিদ্রায় শায়িত হলেন ডা. এম আর খান

bdonline24_2227

অনলাইন ডেস্কঃ সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক, দেশবরণ্যে শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আর খান।

আজ সোমবার সকাল সোয়া ১০টায় সাতক্ষীরা শহরের রসুলপুর হাই স্কুলের মাঠে ষষ্ঠ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সাতক্ষীরাবাসীর ভালোবাসায় সিক্ত হন ডা. এম আর খান। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন জেলার সর্বস্তরের মানুষ।

সকাল ১০টায় তার মরদেহ রসুলপুর হাই স্কুলের মাঠে পৌঁছায়। পরে তার কফিনে একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার আলতাফ হোসেন ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

এ ছাড়া তার কফিনে জেলা আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, শিশু স্থাস্থ্য ফাউন্ডেশন, শিশু হাসপাতাল, সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, রসুলপুর হাই স্কুল, পিএন হাই স্কুলসহ অর্ধশতাধিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

জানাজার আগে ডা. এম আর খানের জন্য দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন জাতীয় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ এবং পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। তাকে শ্রদ্ধা জানাতে এসে অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু বলেন, স্যারের মৃত্যুতে সাতক্ষীরা তথা দেশের অপূরণীয় ক্ষতি হলো। এ শূন্যতা পূরণের নয়।

Comments

comments