অনলাইন ডেস্কঃ দেশের দরিদ্রতম আরও ৬৪ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। এ জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
মন্ত্রিপরিষদসচিব বলেন, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্বে দেশের আরও ৬০ উপজেলায় এবং পার্বত্য ৩ জেলার ৪ উপজেলাসহ মোট ৬৪ উপজেলায় সম্প্রসারণ করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, শিক্ষিত বেকার যুবকদের দুই বছর মেয়াদি অস্থায়ী কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে ২০০৯-১০ অর্থবছরে এই কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথম পর্যায়ে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলার ১৯টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
দ্বিতীয় পর্যায়ে (২০১১-১২) রংপুর বিভাগের বাকি সাতটি জেলার আটটি উপজেলায় এ কর্মসূচি গ্রহণ করা হয়, যা চলমান রয়েছে।
সরকারি হিসাবে, এ পর্যন্ত ১০টি জেলার ২৭টি উপজেলায় অস্থায়ী কর্মসংস্থান পেয়েছেন ৭০ হাজার ৫২১ জন।
তিনি আরো বলেন, তৃতীয় ও চতুর্থ ধাপে সম্প্রসারিত ১৭টি জেলার ১৭টি উপজেলা হচ্ছে বরিশালের মেহেন্দীগঞ্জ, শরীয়তপুরের গোসাইরহাট, জামালপুরের দেওয়ানগঞ্জ, ময়মনসিংহের নান্দাইল, পিরোজপুরের কাউখালী, চাঁদপুরের হাইমচর, শেরপুর সদর, সাতক্ষীরার শ্যামনগর, ঝালকাঠির নলছিটি, মাগুরার মহম্মদপুর, রাজবাড়ীর গোয়ালন্দ, বাগেরহাটের চিতলমারী, সিরাজগঞ্জের চৌহালী, বান্দরবানের থানচি, নাটোরের সিংড়া, খুলনার তেরখাদা ও কুমিল্লার মনোহরগঞ্জ।
এ পর্যায়ে দ্বিতীয় থেকে চতুর্থ ধাপে দেশের ১ লাখ ১১ হাজার ১১৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এদের মধ্যে ১ লাখ ৮ হাজার ৭৮২ জনকে অস্থায়ী চাকরি দেওয়া হয়েছে।
Comments
comments