Download Free BIGtheme.net
Home / জাতীয় / বঙ্গোপসাগরে ১১ ট্রলার ডুবি, নিখোঁজ ৮৫

বঙ্গোপসাগরে ১১ ট্রলার ডুবি, নিখোঁজ ৮৫

bdonline24_2214

অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নাডার আঘাতে ১১টি মাছ ধরার ট্রলার ডুবে ৮৫ জন জেলে নিখোঁজ রয়েছে।

এ দুর্ঘটনায় আরও ৫ ট্রলারও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুলনা জোনের নৌবাহিনীর ২টি উদ্ধারকারী জাহাজ এসেছে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য।

রগুনা জেলা ট্রলার মালিক সমিতি, বরিশাল র্যাব-৮ ও পাথরঘাটা কোস্ট গার্ডের ৮টি ট্রলারও সাগরে উদ্ধার অভিযানে নেমেছে।

ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে এফবি শুকতারা, এফবি নজমুল, এফবি ভাই ভাই, এফবি মা-বাবার দোয়া, এফবি মায়ের দোয়া, এফবি হাবিব, এফবি মা-বাবার দোয়া-১, এফবি জলিল ও এফবি গাজীর নাম পাওয়া গেছে। ডুবে যাওয়া ট্রলারসহ সকল জেলের বাড়ি কলাপাড়া, মহিপুর, পাথরঘাটা ও ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

কোস্ট গার্ডের পশ্চিম জোনের কমান্ডিং অফিসার কমান্ডার হাসান জেলেদের বরাত দিয়ে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল সকালের দিকে সাগরে প্রচণ্ড ঢেউ শুরু হয়। এসময় গভীর সমুদ্র থেকে শত শত মাছ ধরার ট্রলার বহর দিয়ে (সারিবদ্ধভাবে) সুন্দরবন এলাকায় নিরাপদ আশ্রয় আসছিল।

সকাল ৮টার সময় শতাধিক ট্রলার সুন্দরবনের ভিতরে আশ্রয় নিলেও ১১টি ট্রলার ঢেউয়ের তোড়ে সাগরের বিশখালী ও বলেশ্বরের মোহনায় ডুবে যায়। ট্রলারে থাকা লাইফ জ্যাকেট, বয়া ইত্যাদি ধরে জেলেরা ভাসতে থাকলে পাথরঘাটার একটি ফিশিং ট্রলারে জেলেদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে যাওয়া হয়।

ওদিকে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাইয়ে আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে বেশি ক্ষতির শিকার হয়েছে ওয়াহেদপুর ইউনিয়নের সবজি চাষিরা। প্রচণ্ড দমকা বাতাস ও পাহাড়ি ঢলে প্রায় সব সবজি নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড় ‘নাডা’র প্রভাবে মিরসরাইয়ে বয়ে যাওয়া ঝড়ো বাতাসে গাছপালা ভেঙে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুত্হীন রয়েছে পুরো উপজেলা।

Comments

comments