Download Free BIGtheme.net
Home / জাতীয় / নাসিরনগরের ঘটনায় ইউএনও প্রত্যাহার

নাসিরনগরের ঘটনায় ইউএনও প্রত্যাহার

photo_3462

অনলাইন ডেস্ক: ফেসবুকে ইসলাম অবমাননাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ উঠায় নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জাম আহমদকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের এই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর আগে নাসিরনগর থানার ওসি আব্দুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছিল। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবিও উঠেছে। যদিও নিজের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করে মন্ত্রী জানিয়েছেন অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবেন।

প্রসঙ্গত, রসরাজ নামের এক হিন্দু যুবকের ফেসবুকে পাতায় ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বৃহস্পতিবারও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Comments

comments