Download Free BIGtheme.net
Home / জাতীয় / কারাগারে বঙ্গবন্ধু ও চার নেতাকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ

কারাগারে বঙ্গবন্ধু ও চার নেতাকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ

bdonline24_2176

অনলাইন ডেস্কঃ জেল হত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুরাতন কারাগারের স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বৃহস্পতিবার সকালে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতেতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থমন্ত্রী মো. নাসিম ও সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনসহ অন্য নেতারা।

এদিন, প্রথমে কারাগারের হাসনাহেনা সেলের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব‍ুর রহমানের স্মৃতি কারাগার পরিদর্শন করেন উপস্থিতমন্ত্রীসহ অন্যরা। এরপর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামানের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য মন্ত্রী ও নেতারা।

মহান নেতাদের আত্মার মাগফেরাত কামনায় চার নেতা স্মৃতি জাদুঘরের এম মনসুর স্মৃতি নিদর্শন গ্যালারীতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জেলহত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার দুর্লভ ১৪৫টি আলোকচিত্র প্রদর্শিত হবে এতে। মঙ্গলবার উদ্বোধন হওয়া পাঁচ দিনের এই প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

Comments

comments