Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / ৩৭ তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

৩৭ তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

bdonline24_2142

অনলাইন ডেস্কঃ ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি), যাতে লিখিত পরীক্ষার জন্য যোগ‌্য বিবেচিত হয়েছেন ৮৫২৩ জন।

আজ মঙ্গলবার বিকালে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন সাংবাদিকদের ফল প্রকাশের তথ্য জানান।

তিনি বলেন, টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৭ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। লিখিত পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১,২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তিতে প্রশাসন ক্যাডারে ৩০০ জন ছাড়াও সাধারণ ক্যাডারে ৪৬৫ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, সমবায় ক্যাডারে নয়জন, ডাকে নয়জন, আনসার ক্যাডারে সাতজন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সাতজন, ইকোনমিক ক্যাডারে ছয়জন, তথ্য ক্যাডারে ছয়জন ও রেলওয়ে ক্যাডারে একজন নিয়োগ দেয়ার কথা জানানো হয়।

দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী গত ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

Comments

comments