অনলাইন ডেস্কঃ আদালতের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রোববার দুপুরে জিপিওতে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে ডাক বিভাগের শ্রেষ্ঠ কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
এর আগে, আদালতের নির্দেশে সিটিসেলের তরঙ্গ এখন কেন খুলে দেওয়া হচ্ছে না- বিষয়টি নিয়ে এদিন সকালে আপিল বিভাগের নজরে আনেন সিটিসেলের আইনজীবী এ এম আমিন উদ্দিন। আপিল বিভাগ এ বিষয়ে বিটিআরসির কাছে ব্যাখ্যা চেয়েছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানান, বিটিআরসির বোর্ড মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে।
তারানা হালিম বলেন, আমরা আদালতের মৌখিক সিদ্ধান্ত জানতে পেরেছি। আদালতের রায়ের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল। বিটিআরসি কাজ শুরু করেছে। একটু সময়সাপেক্ষ ব্যাপার। আদালতের সার্টিফাইড কপি পাইনি, তারপরও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। একটু টেকনিক্যাল ব্যাপার। আদালতের সার্টিফাইড কপির জন্য আমরা অপেক্ষা করছি।
Comments
comments