Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / বিশ্বকে তাক লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিশ্বকে তাক লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

bdonline24_2270

আন্তর্জাতিক ডেস্কঃ  সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, বিশ্ব মিডিয়ার জরিপের মুখে ছাই দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচন পূর্ববর্তী মার্কিন গণমাধ্যমগুলোসহ সকল প্রতিষ্ঠানের জরিপের ফলাফলকে ভুল প্রমাণিত করে এই অপ্রত্যাশিত জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় সব জনমত জরিপেই পুর্বাভাস দেওয়া হয়েছিল ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারিই হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্পই জিতে নিলেন দেশটির প্রেসিডেন্ট পদ।

বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট হতে মোট ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোটের দরকার হয়। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানয়েছে, ডোনাল্ড ট্রাম্প ২৭৬টি ভোট পেয়ে জয় লাভ করেছেন। হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮টি ইলেক্ট্রোরাল ভোট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজ আনুষ্ঠানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে। কোন প্রার্থী কত বেশি ভোট পেলেন তার চেয়ে জরুরি হলো কে কতটা ইলেক্টোরাল ভোট পেলেন তা। ৫৩৮ জন ইলেক্টরের সমন্বয়ে ইলেক্টোরাল কলেজ গঠিত। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে এর মধ্যে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়।

Comments

comments