অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন কর্তৃপক্ষ।
শুক্রবার ফিলিপাইনের একটি আদালত তাদের কেন্দ্রীয় ব্যাংককে ১৫ মিলিয়ন (দেড় কোটি ডলার) বাংলাদেশ ব্যাংককে দিতে নির্দেশ দেন। এরপর বাংলাদেশ ব্যাংকের দুই সদস্যের প্রতিনিধিদলের উপস্থিতিতে এ অর্থ গ্রহণে করেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।
গৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে আগামী সোম-মঙ্গলবারের মধ্যে জমা হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
Comments
comments