Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / দিল্লিকে মমতার তিনদিনের আল্টিমেটাম

দিল্লিকে মমতার তিনদিনের আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সরকারকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছেন।

তিনি জানান, আগ‍ামী তিনদিনের মধ্যে ৫০০ ও ১০০০ রুপি নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তা না হলে পথে নামবেন তিনি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিল্লিতে আম আদমি পার্টি আয়োজিত নোট বাতিলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় এই আল্টিমেটাম দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মমতা মোদী সরকারের বিরোধিতা করে বলেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা অচিরেই বাতিল করতে হবে।

এর আগে, ১৬ নভেম্বর (বুধবার) রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নোট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি। অন্যদিকে, লোকসভায় শীতকালীন অধিবেশনে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিরোধীদলগুলো কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

Comments

comments