লাইফস্টাইল ডেস্ক: দরজায় কড়া নাড়ছে শীত। হিম হিম আবহাওয়ার আনন্দে মেতে উঠতে না উঠতেই দুশ্চিন্তায় পরতে হয় ঠোঁট নিয়ে। শুষ্কতার থাবায় নিষ্প্রাণ ঠোঁট- আর ফাটা বিপর্যস্ত ঠোঁট নিয়ে বিব্রত হতে হয় সবসময়। শীতের হাওয়া ঠোঁট শুকিয়ে যাওয়া কিংবা ফেটে যাওয়ার সমস্যায় কম-বেশি সবাই ভুগে থাকেন। কারো কারো ক্ষেত্রে সারাবছরই এই সমস্যা দেখা দেয়। অনেক সময় ঠোঁট ফেটে রক্তও বের হতে দেখা যায়। জেনে নিন এই সমস্যা থেকে মুক্তির উপায়।
শীতকালে ঠোঁট কেন ফাটে?
মূলত শরীরের ডিহাইড্রেশনের ফলে ঠোঁট ফাটে। এ সময় এমনিতেই পানি কম খাওয়ার প্রবণতা থাকে। তাই বেশি করে পানি খেলে ঠোঁট ফাটা কমতে পারে।
- ঠোঁটে সবসময় লিপবাম ব্যবহার করবেন। এক্ষেত্রে ভালো ব্র্যান্ডের লিপবাম ব্যবহার করবেন।
- শরীরে পানির মাত্রা কম হলে ঠোঁট ফাটা সমস্যা দেখা দেয়। তাই প্রচুর পরিমাণে পান করুন। শীতকালে পানি কম পান করা হয়ে থাকে। কিন্তু এসময় আরো বেশি করে পানি পান করা উচিত।
- মধু ও লেবুর রসের বিশেষ প্যাক ঠোঁটের ক্লিনজার হিসেবে কাজ করে। তাছাড়া লিপবাম মোটা করে ঠোঁটে লাগিয়ে তুলো দিয়ে আলতো করে মরা কোষ তুলে ফেলুন, পাবেন পরিচ্ছন্ন ঠোঁট।
- অনেকে ঠোঁট ফাটার হাত থেকে রক্ষা পেতে কিছুক্ষণ পরপরই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে থাকেন। এই কাজটি করবেন না। এতে করে ঠোঁট আরো বেশি শুকিয়ে যাবে এবং ঠোঁট ফাটার প্রবণতা বৃদ্ধি পাবে।
- প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের পাশাপাশি ঠোঁটকেও ময়েশ্চারাইজ করতে ভুলবেন না। রাতের বেলা ভালো কোনো ময়েশ্চারাইজার অথবা প্রাকৃতিক ময়েশ্চারাইজার অলিভ অয়েল ঠোঁটে লাগিয়ে ঘুমুতে যান। এতে ঠোঁট ফাটার হাত থেকে মুক্তি পাবেন।
Comments
comments