Download Free BIGtheme.net
Home / জাতীয় / সারাদেশে নৌ চলাচল শুরু

সারাদেশে নৌ চলাচল শুরু

bdonline24_2187

অনলাইন ডেস্কঃ সাগরে নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করায় গতকাল থেকে নৌ চলাচল বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে তা চলাচল করতে শুরু করেছে।

রবিবার ভোরে সীতাকুণ্ড এলাকা দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে নিম্নচাপটি।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ দুর্বল হয়ে পড়ায় সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলা হয়। এখন ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অভ‌্যন্তরীণ নৌপথে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর সংকেত দেখাতে হবে বলা হয়েছে।

উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাত ৮টা থেকে দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিআইডব্লিউটিএ।

Comments

comments