অনলাইন ডেস্ক: বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে সাক্ষাৎ করতে বলেছেন তিনি। রোববার বিকেলে সুষমা স্বরাজ টুইটারে এসব কথা জানান।
ফেসবুকে এক হিন্দু যুবকের ধর্মীয় অবমাননাকর একটি পোস্ট দেওয়ার অভিযোগে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অন্তত ১৫টি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়িঘরে হামলা হয়। এ ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়। জোরদার করা হয় পুলিশি নিরাপত্তাও।
এরপর গত বৃহস্পতিবার গভীর রাতে একটি মন্দির ও পাঁচটি ঘর এবং শনিবার সন্ধ্যায় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ প্রেক্ষাপটে বিকেলে উদ্বেগের কথা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
Comments
comments