তথ্যপ্রযুক্তি ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় চলমান ২৮টি হাইটেক পার্ক স্থাপন কাজ দ্রুতগতিতে সমাপ্ত করার তাগিদ দেয়া হয়েছে।
আজ কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ তাগিদ দেয়া হয়। কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া সভায় অংশগ্রহন করেন।
সভায় টেলিটকের কার্যক্রম নিয়ে বিগত সভার সিদ্ধান্ত অনুয়ায়ী টেলিটক কর্তৃক দাখিলকৃত রির্পোটের পর্যালোচনা, বঙ্গবন্ধু হাইটেক পাকর্, কালিয়াকৈর, শেখ হাসিনা হাইটেক পার্ক, যশোর এবং সিলেট হাইটেক পার্ক (সিলেট ইলেকট্রনিকস সিটি) এর কার্যক্রমের অগ্রগতির পর্যালোচনা করা হয়।
পরবর্তী বৈঠকে শুধুমাত্র টেলিটকের কার্যক্রম সম্পর্কে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।সভায় জানানো হয় দেশে বর্তমানে মোট ২৮টি হাইটেক পার্ক স্থাপন প্রকল্প চলমান রয়েছে। এই পার্কগুলো স্থাপিত হলে তথ্য প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, আইসিটি ডিভিশনের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
Comments
comments