Download Free BIGtheme.net
Home / জাতীয় / সৃজনশীল পদ্ধতির কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

সৃজনশীল পদ্ধতির কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী

bdonline24_2133

অনলাইন ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে সৃজনশীল পদ্ধতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা উপলক্ষে রাজধানীর ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে এসে এ মন্তব্য করেন তিনি।

দেশের ২৭৩৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। প্রথম দিন মঙ্গলবার জুনিয়র স্কুল সার্টিফিকেটে (জেএসসি) হচ্ছে বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা। আর জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় বসেছে মাদ্রাসাপড়ুয়া ছাত্রছাত্রীরা। পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায়।

পরীক্ষার্থীদের মধ‌্যে ১১ লাখ ২৪ হাজার ৩৭৩ জন ছাত্র এবং ১২ লাখ ৮৮ হাজার ৪০২ জন ছাত্রী। আট বোর্ডের অধীনে জেএসসিতে পরীক্ষার্থী ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন। আর মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে তিন লাখ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষা দিচ্ছে।

Comments

comments