Download Free BIGtheme.net
Home / অর্থনীতি / চলতি বছরে নতুন ১০ লাখ করদাতা : অর্থমন্ত্রী

চলতি বছরে নতুন ১০ লাখ করদাতা : অর্থমন্ত্রী

bdonline24_2138

অনলাইন ডেস্কঃ চলতি অর্থবছরে মোট তিন লাখ নতুন করদাতাকে করের আওতায় আনার লক্ষমাত্রা গত ৪ মাসেই পূরণ হয়েছে। বাকি আট মাসে তা ১০ লাখে ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, অর্থবছরে চারমাসে ইতোমধ্যে সাড়ে তিন লাখ নতুন করদাতা হয়েছে। এবং বর্তমানে ১৩ লাখের মতো করদাতা আয়কর দেন।

আর্থমন্ত্রী আরও বলেন, ২০১০ সালে প্রথম আয়কর মেলা যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল তা অনেকখানিই সফল হয়েছে। করদাতাদের সেবা বাড়ানোর পাশাপাশি কর কর্মকর্তাদের করদাতাবন্ধব হিসেবে গড়ে তোলাই ছিল অন্যতম উদ্দেশ্য। সাত বছর পরে এসে মনে হয়েছে তার অনেক্ষাণিই সফলতার মুখ দেখেছে বলে মনে করেন তিনি।

সবমিলিয়ে চলতি বছর শেষে নিবন্ধিত করদাতা ২৫ লাখ হবে বলেও আশা প্রকাশ করেন। মঙ্গলবার রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। চলতি সপ্তাহেই যেকোনো চারদিন জেলা শহরগুলোতেও এই মেলা শুরু হবে।

Comments

comments