Download Free BIGtheme.net
Home / জাতীয় / চুরি যাওয়া অর্থ রিজাল ব্যাংককে ফেরত দিতেই হবে: আইনমন্ত্রী

চুরি যাওয়া অর্থ রিজাল ব্যাংককে ফেরত দিতেই হবে: আইনমন্ত্রী

bdonline24_2697

অনলাইন ডেস্কঃ ফিলিপাইনের রিজাল ব্যাংকিং করপোরেশনকে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরত দিতেই হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংববাদিকদের তিনি এ কথা বলেন।

গত ২৬ নভেম্বর আইনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চুরি যাওয়া অর্থ উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নিতে ফিলিপাইন যায়। ৩০ নভেম্বর দলটি ফিরে আসার পর বৃহস্পতিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, অর্থ উদ্ধারে ফিলিপাইন সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে অঙ্গীকার করেছে। একইসঙ্গে ফিলিপাইনের সিনেটে এ ঘটনায় চলা স্থগিত শুনানি পুনরায় শুরু করারও আশ্বাস দিয়েছে ফিলিপাইন সরকার।

ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট দুর্দাতের ব্যস্ততার কারণে বৈঠকটি স্থগিত হয়েছে। এর সঙ্গে চুরি যাওয়া অর্থ ফেরত না দেওয়ার কোনো সম্পর্ক নেই।

চুরি যাওয়া বাকি অর্থ রিজাল ব্যাংক ফেরত দিতে রাজি না হওয়ার বিষয়টি অনৈতিক ও অযৌক্তিক বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।

Comments

comments