Download Free BIGtheme.net
Home / জাতীয় / হাঙ্গেরি সফর দুই দেশের সম্পর্কে নতুন গতির সঞ্চার করেছে: প্রধানমন্ত্রী

হাঙ্গেরি সফর দুই দেশের সম্পর্কে নতুন গতির সঞ্চার করেছে: প্রধানমন্ত্রী

bdonline24_2724

অনলাইন ডেস্কঃ হাঙ্গেরির রাষ্ট্রপতির আমন্ত্রণে বিশ্ব পানি সম্মেলনে যোগ দিয়ে সেদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, যার মাধ্যমে একটি নতুন সম্পর্ক সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে সম্প্রতি হাঙ্গেরির সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। হাঙ্গেরি সফরকালে শেখ হাসিনা সোমবার দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দেন। এ ছাড়া তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। হাঙ্গেরি সফর শেষে গত বুধবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান প্রধানমন্ত্রী।

Comments

comments