Download Free BIGtheme.net
Home / জাতীয় / জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ বেড়ে তিনগুণ হচ্ছে

জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ বেড়ে তিনগুণ হচ্ছে

অনলাইন ডেস্কঃ জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ বর্তমান দেড়গুণ থেকে বাড়িয়ে তিনগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়ার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিবালয়ে সোমবার (৫ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেহেতু আইনটি ভূমি সংক্রান্ত ও জটিল এজন্য এটাকে আরও বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। ভূমি সচিব, প্রতিরক্ষা সচিব হবেন এ কমিটির সদস্য, কমিটি মনে করলে আরও সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে। কমিটি ভেটিংসহ (আইন মন্ত্রণালয়ের পরীক্ষা-নিরীক্ষা) আইনটি চূড়ান্ত করবে।’

খসড়া আইনে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ‘পাবলিক পারপাস’ ও ‘পাবলিক ইন্টারেস্ট’ বলে দুটি শব্দ আছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দুটি শব্দ সত্যিকার অর্থে কি বুঝায় এটা ব্যাপক বিশ্লেষণ করে যেন আইনে সন্নিবেশিত করা হয় এজন্য কমিটিকে বলা হয়েছে। আইনে যা আছে তা দিয়ে শব্দ দুটির অর্থ বিস্তারিতভাবে বুঝা যাচ্ছে না।’

‘হাইকোর্টের কিছু অবজারভেশনও আছে, সেগুলোর আলোকে এটিকে (অধিগ্রহণ আইন) রিফ্লেক্ট (প্রতিফলন) করা।’

তিনি বলেন, ‘জমির ক্ষতিপূরণ দেড়গুণের মধ্যে আছে, সেটা হয়ে যাবে তিনগুণ। অধিগ্রহণ করা জমির মূল দাম যদি এক কোটি টাকা হয় তাহলে নতুন আইন অনুযায়ী এর সাথে আরও ২০০ ভাগ যুক্ত হয়ে ৩ কোটি টাকা (ক্ষতিপূরণ পাবে মালিক) হবে। অর্থাৎ মূল মূল্যের তিনগুণ।’

এছাড়া আজকের মন্ত্রিসভা বৈঠকে পল্লী সঞ্চয় ব্যাংক অধ্যাদেশ-২০১৬ আইন আকারে জারি করা হয়েছে। অনুমোদন পেয়েছে বাংলাদেশ লজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস আইন-২০১৬ খসড়াও।

Comments

comments