অনলাইন ডেস্ক: ঢাকা মহানগরীর সাথে গাজীপুর সিটি কর্পোরেশনের জনগণের যাতায়াত নির্বিঘ্ন, দ্রুত ও আরামপ্রদ করা এবং জনসাধারণকে স্বল্পব্যয়ে দ্রুত ও উন্নত বাসভিত্তিক গণপরিবহন সেবা প্রদানে প্রয়োজনীয় বিধান করে আজ সংসদে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬ সংশোধিত আকারে পাস করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে বিআরটি’র জন্য ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে বিশেষ বিধান রাখার বিধান করা হয়েছে। পাশাপাশি বিআরটি পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করার বিধান করা হয়েছে। তবে শতভাগ সরকারি কোম্পানিকে লাইসেন্স ফি প্রদান করতে হবে না।
বিলে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিআরটি স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করার সুযোগ রাখার বিধান করা হয়েছে।
বিলে যথাযথ কর্তৃপক্ষ থেকে গঠিত কমিটির মাধ্যমে সরকারের পূর্বানুমোদনক্রমে বিআরটি’র ভাড়া নির্ধারণ এবং পুননির্ধারণের বিধান করা হয়েছে। বিআরটি পরিচালনায় যথাযথ পরিদর্শন ও পরিবীক্ষণের ব্যবস্থাসহ বাস, যাত্রী ও তৃতীয় পক্ষের বীমা মাধ্যতামূলক করার বিধান করা হয়েছে।
এছাড়া বিলে বিআরটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিধান অমান্যকারী ব্যক্তি, পরিচালনাকারী অথবা কোম্পানি, টিকেট কালোবাজারি, সেবা বিঘ্নকারী, বিআরটি’র বাস ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নকারী এবং প্রতিবন্ধকতা সৃষ্টিকারীসহ সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধানের প্রস্তাব করা হয়েছে। দ্রুত শাস্তি প্রদানের জন্য অপরাধসমূহ মোবাইল কোর্টের আওতাভুক্ত করারও বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, নূরুল ইসলাম ওমর ও স্বতন্ত্র সদস্য আব্দুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে ২৯টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়।
Comments
comments