Download Free BIGtheme.net
Home / জাতীয় / বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হোন : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হোন : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের আট বছরে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন বৃদ্ধির কথা উল্লেখ করে এর ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার রাজধানীর ইন্টান্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ এর উদ্বোধীন অনুষ্ঠানে তিনি বলেন, অনেক কষ্ট করেই কিন্তু আজকে আমরা এ জায়গায় এসেছি।

কাজেই এখানে সবাই একটু সাশ্রয়ী হবেন- এ আহ্বান জানাব। দৈনন্দিন কাজে নানাভাবে বিদ্যুৎ, জ্বালানির অপচয় হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা কিন্তু অনেকভাবে বিদ্যুতের অপব্যবহার করি। কাজেই এই ক্ষেত্রে আমি চাই- অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে সকলের; যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিস-আদালত, সর্বক্ষেত্রেই আপনারা যদি একটু সাশ্রয়ী মনোভাব নেন, সবাই যেন একটু বিদ্যুৎ সাশ্রয়ী হন।কারণ উৎপাদনে যথেষ্ট খরচ হয়। বিদ্যুতের অপব্যবহার যেন না হয়।

প্রত্যেকের মাঝে এই মানসিকতা থাকতে হবে যে, বিদ্যুৎটা আমারই সম্পদ, আমি এটাকে রক্ষা করি বা সাশ্রয় করি। কাজেই সেই সাশ্রয় করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী ঘর থেকে বের হওয়ার সময় নিজেই লাইট বন্ধ করেন জানিয়ে বলেন, নিজের কাজ নিজে করতে লজ্জার কিছু নেই। জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ জনগণকে এসবের অপচয় রোধসহ সাশ্রয়ী ব্যবহারে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

Comments

comments