Download Free BIGtheme.net
Home / খেলা / বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের দেখে শঙ্কিত সাঙ্গাকারা!

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের দেখে শঙ্কিত সাঙ্গাকারা!

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের প্রতিভা-সামর্থ্য, সামগ্রিক উন্নতি আর মানের গভীরতায় মুগ্ধ কুমার সাঙ্গাকারা। তবে আপাতত মুগ্ধতার রেশ ধরে এসেছে একটি শঙ্কাও। সামনেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। এই বাংলাদেশের সামনে নিজ দেশের সম্ভাবনা নিয়ে যথেষ্টই সংশয় আছে লঙ্কান কিংবদন্তির।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও নিয়মিতই খেলে চলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে। গতকাল তার দল ঢাকা ডায়নামাইটস জিতে নিয়েছে শিরোপা। এমন সুন্দর মুহূর্তে সাঙ্গাকারাকে নাকি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে টিম টাইগার!
সাঙ্গাকারা বাংলাদেশের বিপক্ষে ৩১ ওয়ানডে খেলেছেন।

বাংলাদেশের ক্রিকেটকে চেনেন তাই খুব ভালোভাবেই। ধুঁকতে থাকা বাংলাদেশকে যেমন দেখেছেন, দেখেছেন উন্নতির পথে থাকা বাংলাদেশকেও। বিপিএল খেলার অভিজ্ঞতায় ধারণা হলো জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার সম্পর্কেও।

বিপিএলের ফাইনালে ম্যাচ সেরা তিনি। কিন্তু সাঙ্গাকারা উচ্ছ্বসিত বাংলাদেশের উন্নতি আর প্রতিভার গভীরতা নিয়ে। ‘বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা কতটা দারুণ, এটা দেখে আমি খানিকটা শঙ্কিত। আমি জানি, কিছু দিন পরই বাংলাদেশ যাবে শ্রীলঙ্কা সফরে। আমাদের জন্য সিরিজটি হবে খুব কঠিণ। বাংলাদেশের গভীরতা অনেক বেড়েছে। ফাস্ট বোলারদের রসদ, স্পিনারদের রসদ, সবই অনেক সমৃদ্ধ। দারুণ সব তরুণ ব্যাটসম্যানও আছে।’

সাঙ্গাকারাকে অবাক করেছে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসের উন্নতিও।

গতকাল ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে সাঙ্গাকারা বললেন, “বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের দেখে আমি কিছুটা শঙ্কিত। কিছু দিন পরই বাংলাদেশ যাবে শ্রীলঙ্কা সফরে। আমাদের জন্য সিরিজটি হবে খুব কঠিন হবে তাতে কোনো সন্দেহ নেই। “

বাংলাদেশ দলে অনেক তরুণ ক্রিকেটারদের আগমন ঘটছে। মুস্তাফিজ, মেহেদী কিংবা আফিফের মতো সম্ভাবনাময় তারকারা ক্রিকেট বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে সাব্বির, সৌম্য, মোসাদ্দেকরা ব্যাটিংয়ে উজ্জ্বল। এটা বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক উন্নতির ফল বলে মনে করেন সাঙ্গাকারা। তার ভাষ্যমতে, “বাংলাদেশে এখন দারুণ সব তরুণ ব্যাটসম্যান আছে। আছে তরুণ ফাস্ট বোলার, স্পিনাররা। সব মিলিয়ে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। “

Comments

comments