অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ।
তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন করে। ময়নাতদন্ত শেষে সকাল সেয়া ১০টায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি জানান, শাকিলের মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তার হার্টের অংশ একটু ফোলা ছিল। কোনো খাদ্য বিষক্রিয়ায় এমনটি হয়েছে কিনা তা পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর কারণ জানা যাবে।
এছাড়া হার্ট, রক্ত ও ইউরিন পরীক্ষার জন্য আলামত হিস্ট্রো প্যাথলজি বিভাগে পাঠানো হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া সম্পন্ন হবে।
এর আগে বুধবার সকাল পৌনে ৮টার দিকে বারডেম থেকে শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
Comments
comments