Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / সলোমন দ্বীপপুঞ্জে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

সলোমন দ্বীপপুঞ্জে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: সলোমন দ্বীপপুঞ্জে স্থানীয় সময় শুক্রবার ভোরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরে ওই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুক্রবার স্থানীয় সময় ভোর চারটা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছেন, এখনো হতাহতের খবর পাওয়া না গেলেও, এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা রয়েছে।

সলোমনের প্রাদেশিক রাজধানী কিরাকিরা থেকে ৬৮ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ৪৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল।

এর প্রভাবে উপকূলীয় এলাকা সলোমন, ভানুয়াতু, পাপুয়া নিউগিনি, নাউরু, নিউ সেলেদোনিয়া, টুভালু ও কোসরায় সুনামি আঘাত হানতে পারে বলে জানিয়েছে সুনামি সতর্কতা সেন্টার। সূত্র: সিএনএন, বিবিসি

Comments

comments