Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করা হয়েছে’

‘বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করা হয়েছে’

photo_26

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, জাতির পিতার খুনিদের দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকর করতে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এ লক্ষ্যে ২০১০ সালের ২৮ মার্চ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে সভাপতি করে টাস্কফোর্স গঠন করা হয়।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. ফরিদুল হক খানের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। আসাদুজ্জামান খাঁন বলেন, ২০১৪ সালের জানুয়ারিতে বর্তমান সরকার নতুনভাবে দায়িত্ব গ্রহণের পর ওই টাস্কফোর্সটি পুনর্গঠন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুনর্গঠিত টাস্কফোর্স ইতোমধ্যে একাধিক সভায় মিলিত হয়েছে এবং জাতির পিতার হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত খুনীদের অবস্থান নিশ্চিত করা এবং দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এছাড়া ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমান বন্দরে সাজাপ্রাপ্ত খুনিদের ছবি সম্বলিত তথ্য প্রেরণপূর্বক তাদের অবস্থান চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

comments