অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে এইডস মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ওসমানী মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় তিনি জানান, ২০১৬ সালে নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন, মারা গেছেন ১৪১ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২২১ জন, মারা গেছেন ৭৯৯ জন। এ সময় তিনি বলেন, বাঙালি সব সময় জয় করতে জানে। আমাদের প্রত্যয় আছে, আমরা জয় করব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব সিরাজুল ইসলাম।
Comments
comments