Download Free BIGtheme.net
Home / জাতীয় / জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে আজ

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে আজ

bdonline24_2121

অনলাইন ডেস্কঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সারা দেশে আজ শুরু হতে যাচ্ছে। পরীক্ষা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত এবং ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশিত হবে।

এবার ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। গত বছর পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। আটটি বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষার্থী ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ ও মাদরাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষার্থী তিন লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গত রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার বিষয়টি বাধ্যতামূলক নয়, আমরা এ বিষয়ে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আগে পরীক্ষার হলে ঢুকে গেলে আমরা ১৫ মিনিট আগে খাতা দিয়ে দেব।

২০১৬ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় এবার এক লাখ ৬৪ হাজার ২৯ জন ছাত্রী বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, দু’টি পরীক্ষায় মোট ছাত্র ১১ লাখ ২৪ হাজার ৩৭৩ জন ও ছাত্রী ১২ লাখ ৮৮ হাজার ৪০২ জন।

এর মধ্যে জেএসসি ছাত্র ৯ লাখ ৪৯ হাজার ১৪৫ জন এবং ছাত্রী ১০ লাখ ৮৯ হাজার ১৫৮ জন। জেডিসিতে ছাত্র এক লাখ ৭৫ হাজার ২২৮ জন ও ছাত্রী এক লাখ ৯৯ হাজার ২৪৪ জন।

২০১০ সালে প্রথমবারের মতো জেএসসি ও জেডিসি পরীক্ষা চালু হয়। এবার সপ্তমবারের মতো এ পরীক্ষা হচ্ছে।

Comments

comments