Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / নির্বাচন বন্ধ করে আমাকে জয়ী ঘোষণা করা হোক :ট্রাম্প

নির্বাচন বন্ধ করে আমাকে জয়ী ঘোষণা করা হোক :ট্রাম্প

bdonline24_2053

আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনের আগে হাস্যরসাত্মক কথা বলার জুড়ি মেলা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের।

বৃহস্পতিবার ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলে বসলেন, ‘এই নির্বাচন বাতিল করা হোক এবং আমাকে বিজয়ী ঘোষণা করা হোক।’ ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে আমি ভাবছিলাম, আমাদের নির্বাচন বাতিল করা উচিত এবং আমাকে বিজয়ী ঘোষণা করা উচিত।’

ডেমোক্র্যাটিক দল মনোনীত হিলারি ক্লিনটনের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তার নীতি খুব খারাপ, এ বিষয়ে আমাদের সঙ্গে বড় পার্থক্য আছে।’ নির্বাচনের সাম্প্রতিক জরিপগুলোতে নিজের প্রাধান্য ধরে রেখেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন। এর মধ্যে তিনি তা মেনে নিয়ে বলেছেন জরিপে তিনি পিছিয়ে থাকলেও নির্বাচনে তিনিই জয়ী হবেন।

তার অভিযোগ বেশিরভাগ মার্কিন গণমাধ্যম তার পেছনে লেগেছে বলেই জরিপগুলোতে তাকে কম জনপ্রিয়তায় দেখানো হচ্ছে।

এদিকে সিএনএন জানি্যেছে, ৩৭ টি রাজ্যে চলা আগাম ভোটে ১ কোটি ২৬ লাখের বেশিভোট পড়েছে। এসব ভোটে এখন পর্যন্ত হিলারি এগিয়ে আছেন। এমনকি যেসব রাজ্যে ডেমোক্র্যাটরা সমস্যায় পড়বেন বলে ধারণা করা হয়েছিল সেগুলোতেও এগিয়ে আছেন।

ফ্লোরিডা এবং নাভাদায় রিপাবলিকানরা সাধারণত সুবিধানজনক অবস্থায় থাকেন। কিন্তু এবার সেখানে ডেমোক্র্যাটরা এগিয়ে আছেন। ২০১২ সালের নির্বাচনের তুলনায় দলটির অবস্থান এখন ভাল। আগাম ভোট নিয়ে

সিএনএনের এক বিশ্লেষণে দেখা গেছে, কলোরাডো এবং অ্যারিজোনায়ও ২০১২ সালের তুলনায় ডেমোক্র্যাটদের অবস্থান তুলনামূলক ভাল। আইওয়া এবং নর্থ ক্যারোলিনায় রিপাবলিকানরা সুবিধাজনক অবস্থানে আছে।

Comments

comments