Download Free BIGtheme.net
Home / জাতীয় / আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন চলছে

আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন চলছে

bdonline24_1937

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।

আজ রবিবার সকাল ৯টা ৩৮ মিনিটে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউট চত্বরে যোগ দিলে অধিবেশন শুরু হয়। তিনি এই অধিবেশনে সভাপতিত্ব করছেন।

এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কাউন্সিলরা অধিবেশনে যোগ দিয়েছেন।

আজকের এ অধিবেশনেই কাউন্সিলররা তাদের নতুন নেতা নির্বাচন করবেন। অধিবেশনে বিভিন্ন জেলার সাংগঠনিক নেতাদের বক্তব্য শেষে দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

Comments

comments