Download Free BIGtheme.net
Home / বিনোদন / সানজিদার ‘শেষ চুম্বন’ আসছে ১৬ ডিসেম্বর

সানজিদার ‘শেষ চুম্বন’ আসছে ১৬ ডিসেম্বর

bdonline24_1807

বিনোদন ডেস্ক: দীপু নাম্বার টু, আমার বন্ধু রাশেদ সহ শিশুদের নিয়ে বেশ কিছু চলচ্চিত্র তৈরি হয়েছে। এর প্রায় সবগুলোই দর্শক নন্দিত। বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ছিলো ছুটির ঘণ্টা। এবার অনেকদিন পর আরেকটি শিশুতোষ চলচ্চিত্র নিয়ে আসছেন পরিচালক মুন্তাহিদুল লিটন।

শেষ চুম্বন নামে সিনেমাটি মুক্তি পাবে ১৬ ডিসেম্বর। প্রায় ১৫টি সিনেমা হলে মুক্তি প্রতীক্ষিত ছবিটিতে অভিনয় করেছেন সানজিদা তন্ময়, শিমুল খান, সাগর আহমেদ, শিশুশিল্পী সানজিদা রাইসাসহ অনেকে।

ছবিটির পরিচালক মুন্তাহিদুল লিটন বলেন, শেষ চুম্বন দর্শকদের বিবেককে নাড়া দেবে, তাদেরকে ভাবাবে। ছবিটি দেখার পর মানুষের মূল্যবোধ জাগ্রত হবে এবং ছবিটি সব শ্রেণির দর্শকদেরকে মানবতার শিক্ষা দেবে।’

লিটন আরো বলেন, ‘এটি একেবারেই মৌলিক গল্পের চলচ্চিত্র। আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি ‘শেষ চুম্বনে’র গল্প থেকে শুরু করে ছবিটির পোস্টার এবং অন্যান্য কোনো কিছুতেই সামান্য পরিমাণ নকলের অভিযোগ কেউ কেরতে পারবেন না ইনশাআল্লাহ।’

ছবিটির নায়িকা সানজিদা তন্ময় বলেন, ‘শেষ চুম্বন’-এর কথা বলতে গেলে এভাবেই বলতে হবে আমার ক্যারিয়ারে ভাল একটি ছবি যোগ হতে যাচ্ছে। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ রইলো।

Comments

comments

[X]