Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩০

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩০

bdonline24_1815

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে সোমবার দুটি আন্ত:শহর বাসের সংঘর্ষে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি হয়েছে। রহিম ইয়ার খান অঞ্চলের পুলিশ পরিদর্শক হাসান ইকবালের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের গণমাধ্যম এ খবর জানিয়েছে।

করাচি থেকে লাহোরগামী বাসের সাথে ফয়সালাবাদ থেকে আসা সাবিকাবাদগামী বাসের ধাক্কা লাগলে ভাওয়ালপুরের রহিম ইয়ার খান জেলার খানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫৫ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনা এতটাই মারাত্বক ছিল যে হতাহতদের গাড়ি কেটে বের করতে হয়। আহত ব্যক্তিদের খানপুর হাসপাতাল ও রহিম ইয়ার খান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

comments

[X]