Download Free BIGtheme.net
Home / জাতীয় / আওয়ামী লীগের ২০তম সম্মেলন উদ্বোধন আজ

আওয়ামী লীগের ২০তম সম্মেলন উদ্বোধন আজ

bdonline24_1911

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন।

সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা এখন ঢাকায় অবস্থান করছেন।

‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’ এই স্লোগানকে ধারন করে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ সকাল ১০টায় শুরু হচ্ছে নেতাকর্মীদের সেই কাঙ্খিত সম্মেলন।  সম্মেলনে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ।

সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে বিশ্বের ১১টি দেশ থেকে অর্ধশতাধিক অতিথি ঢাকা এসেছেন। দলীয় কাউন্সিলরসহ দেশী-বিদেশী ৫০ হাজার অতিথি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের এবারের সম্মেলন।

সকালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে সম্মেলনের আনুষ্ঠানিকতা। এর পর সংগীতশিল্পী বাপ্পা মজুমদার পরিবেশন করবেন সম্মেলনের থিম সং।

আওয়ামী লীগের এবারের সম্মেলন নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলের নেতাকর্মীদের কাছে। প্রথমবারের মতো সম্মেলনের কাউন্সিলর হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর মধ্য দিয়ে দলের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের উপস্থিতির সম্ভাবনা দেখা দিয়েছে।

ধারণা করা হচ্ছে, এ ২০তম সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন সজীব ওয়াজেদ।

Comments

comments