Download Free BIGtheme.net
Home / শিক্ষা / নর্দান ইউনিভার্সিটি ‘মুটকোর্ট টিমের’ অনন্য সাফল্য

নর্দান ইউনিভার্সিটি ‘মুটকোর্ট টিমের’ অনন্য সাফল্য

bdonline24_1974

অনলাইন ডেস্কঃ গত ২০-২২ অক্টোবর যুদ্ধাপরাধ বিচারের আইন বিষয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও এশিয়ানসিলের বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে ‘জাতীয় হেনরি ডুন্যান্ট মেমোরিয়াল মুটকোর্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দেশের ২৩ টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

উক্ত প্রতিযোগিতায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ টিম ‘বেষ্ট মেমোরিয়াল’ বা শ্রেষ্ঠ গবেষণাকারী দল এর পুরস্কার অর্জন করেছে।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টিমের প্রতিনিধিত্ব করেন মো. সায়েম খান, মৌসুমী আক্তার ও মোস্তাফিজুর রহমান। টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষক মো. তাজুল ইসলাম সোহাগ।

প্রতিযোগিতায় বিভিন্ন রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কৌর্ট আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান ড. বোরহান উদ্দীন খান, অস্টেলিয়া ম্যাককুয়ের বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ সিদ্দিক সহ আরও অনেকে ।

উল্লেখ্য, যে ২০১৫ সালেও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ টিম ‘বেষ্ট মেমোরিয়াল’ বা শ্রেষ্ঠ গবেষণাকারী দল এর পুরস্কারটি অর্জন করেন।

Comments

comments