Download Free BIGtheme.net
Home / জাতীয় / মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার আহবান আইনমন্ত্রীর

মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার আহবান আইনমন্ত্রীর

photo_3296

অনলাইন ডেস্ক : বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার এবং ন্যূনতম স্নাতক শ্রেণী পর্যন্ত পড়ানোর আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রাজধানীর মিরপুরে আজ ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশে তিনি এ আহবান জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ বক্তব্য রাখেন।

আইনমন্ত্রী বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ছাড়া সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। তাই বর্তমান সরকার ভিশন-২০২১ কে সামনে রেখে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনায় নিয়েছে।

তিনি বলেন, মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত করার মাধ্যমে সমাজ ও জাতির বহুমুখী উন্নয়ন সম্ভব। কারণ তারাও হতে পারে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি। তাই তাদের মেধা বিকাশে সঠিক রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব।

মন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে এই বিশাল দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেজন্য সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি বিশেষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ৩ হাজার ৩৭ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেয়া হয়, যাদের অর্ধেক ছাত্রী।

Comments

comments