Download Free BIGtheme.net
Home / জাতীয় / মন্ত্রণালয়-বিভাগের আর্থিক ক্ষমতা বাড়ল

মন্ত্রণালয়-বিভাগের আর্থিক ক্ষমতা বাড়ল

bdonline24_1975

অনলাইন ডেস্কঃ মন্ত্রণালয় ও বিভাগগুলোর আর্থিক সক্ষমতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫০ কোটি টাকার স্থলে এখন তারা ১০০ কোটি টাকা পর্যন্ত কেনাকাটার ক্ষেত্রে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। এর বেশি হলে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দারস্থ হতে হবে। এ লক্ষ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপরিধি দ্বিগুণ করার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপরিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এখন থেকে মন্ত্রণালয় বা বিভাগ সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত কেনাকাটার সিদ্ধান্ত নিতে পারবে। তবে ১০০ কোটি টাকার বেশি হলে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটির বৈঠকে পাঠাতে হবে। একই সঙ্গে পরামর্শক সেবার ক্ষেত্রেও সর্বোচ্চ ৩০ কোটি টাকার সিদ্ধান্ত মন্ত্রণালয় ও বিভাগ নিতে পারবে। এর বেশি হলে তা অনুমোদনের জন্য ক্রয় কমিটির বৈঠকে পাঠাতে হবে।

অর্থমন্ত্রণালয়ের সূত্র মতে, সরকারের কর্মকাণ্ড একদিকে যেমন বেড়েছে, অপরদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার, অন্তর্ভুক্ত প্রকল্প সংখ্যা এবং বৃহৎ প্রকল্পের সংখ্যাও অনেক বেড়েছে।

২০১৫-২০১৬ অর্থবছরে এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের মধ্যে ৫০ কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত ব্যয় সংবলিত প্রকল্পের সংখ্যা ৪৫৪টি, ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত ২০৬টি এবং ১০০ কোটি টাকার ওপরে প্রাক্কলিত ব্যয় সংবলিত প্রকল্পের সংখ্যা ছিল ৬৫১টি। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আর্থিক ক্ষমতা প্রয়োগের ক্ষমতা বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছিল।

Comments

comments