Download Free BIGtheme.net
Home / অপরাধ / সিলেটে বাবার হাতে ২ শিশুপুত্র খুন

সিলেটে বাবার হাতে ২ শিশুপুত্র খুন

photo_3218

জেলা প্রতিনিধি:  সিলেটের ওসমানী নগর থানার চিন্তামনি গ্রামে দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন এক পিতা। তার নাম ছাতির আলী। তিনি ওই গ্রামে কৃষিকাজ করেন। নিহত দুই শিশু হলো, রোজেল মিয়া (১১) ও মামুন মিয়া (৮)। রোজেল তৃতীয় শ্রেণি ও মামুন প্রথম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার দুপুরে স্থানীয় হাওরে ছেলেদের নিয়ে মাছ ধরতে যান ছাতির আলী। মাছ ধরে বিকাল পর্যন্ত না ফেরায় গ্রামের লোকজন খোঁজাখুঁজি করে দুই শিশুর রক্তাক্ত লাশ হাওরে দেখতে পান।

ওসি আবদুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, ছাতির আলী মানসিক বিকারগ্রস্ত। তিনি সন্তানদের কুপিয়ে পালিয়ে গেছেন।

Comments

comments