Download Free BIGtheme.net
Home / জেলার খবর / ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

bdonline24_1978

জেলা প্রতিনিধি:  ঝিনাইদহের ভুটিয়ারগাতী এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার ভোররাতে শহরের ভুটিয়ারগাতি নামক স্থানে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
নিহত দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাঁদের আনুমানিক বয়স ৪০-৪৫ বছর।

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি, পাঁচটি বোমা, একটি ধারালো অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাতে শহরে পুলিশের টহল চলাকালিন বাইপাস এলাকা থেকে মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী ভুটিয়ারগাতীর দিকে আসছিলো। হঠাৎ তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করলে দু’জন গুলিবিদ্ধ হয়।

তাৎক্ষণিক তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।

Comments

comments