জেলা প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কৃষক মোক্তাদির আলী হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় আরও ২৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।
এ সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনিছ ও ফরাসসহ ১৫ জন আসামি হাজির ছিলেন। বাকি ১৭ জন পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি দুপুরে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামের মোক্তাদির আলীর জমির ধান খায় একই গ্রামের নূর ইসলামের গরু। এ সময় প্রতিবাদ করলে নূর ইসলামসহ তার দলের লোকজন হামলা চালিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনায় মোক্তাদিরের ভাই মসাহিদ আলী বাদি হয়ে ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৬ জন সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
Comments
comments