Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ইরাকে অভিযান নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনায় হিলারি

ইরাকে অভিযান নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনায় হিলারি

photo_3223

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের মসুল শহর পুনর্দখলের অভিযান নিয়ে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। সোমবার হিলারি তাঁর প্রতিদ্বন্দ্বীর সমালোচনা করেন। ডোনাল্ড ট্রাম্প এক বক্তৃতায় বলেন, সপ্তাহ ধরে ইরাকের মসুল শহর পুনর্দখলে নিতে যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনীর অভিযান বাজেভাবে সম্পন্ন হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় এ বক্তব্যের সমালোচনা করেন হিলারি। তিনি বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি (ট্রাম্প)পরাজয় ঘোষণা করে দিচ্ছেন।’ হিলারি আরো বলেন, ট্রাম্প বিশ্বের কাছে প্রমাণ করে দিচ্ছেন যে, এই অভিযানে একজন অযোগ্য কমান্ডার নেতৃত্ব দিচ্ছেন।

রোববার এক টুইটে ট্রাম্প বলেন, মসুলে হামলা সম্পূর্ণ বিপর্যয়ে রূপ নিচ্ছে। আমরা তাদের কয়েক মাসের নোটিশ দিয়েছি। যুক্তরাষ্ট্রকে খুবই নির্বোধ মনে হচ্ছে। আইএসের সর্বশেষ ঘাঁটি হিসেবে পরিচিত মসুলের আশপাশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরাকি ও কুর্দি সেনারা। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে আইএস নিয়ন্ত্রিত প্রায় ৮০টি গ্রাম দখলে নিয়েছে সেনারা। তবে এখনো শহরটির দখল নিতে পারেনি তারা।

Comments

comments