Download Free BIGtheme.net
Home / জেলার খবর / দিনাজপুর নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দিনাজপুর নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

photo_3225

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জের দাউদপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল -রচনা প্রতিযোগিতা, র্যালী ও আলোচনা সভা। ২৫শে অক্টোবর (মঙ্গলবার) নবাবগঞ্জে এস.আর.ডি.এফ প্রকল্পের উদ্দ্যাগে ও কারিতাস নবাবগঞ্জ শাখার আয়েজনে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সকল শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহণে একটি র্যালী বের হয়। র্যালীটি ৭নং দাউদপুর ইউপির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাটিতে ৭নং দাউদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দকী। অন্যান্যদের কৃষি কর্মকর্তা আবু রোজা মোঃ আছাদুস জামান, এস.আর.ডি এফ প্রকল্পের মাঠ কর্মকর্তা জগেন্দ্রনাথ সিংহ, সাংবাদিক রুহল আমিন প্রধান সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা পুরষ্কার ও গাছের চারা বিতরণ করা হয়।

Comments

comments