মিজানুর রহমান সুহেল, হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ফাঁড়ীর পুলিশ হত্যা মামলার আসামী সুরুজ আলী(৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সইলা রামপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার সময় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিংহ এক দল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফার্মবাজার এলাকা থেকে সুরুজ আলীকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়,সুরুজ আলী একটি গুপ্ত হত্যা মামলার আসামী ছিল। পরবর্তীতে হত্যার রহশ্য উন্মেুাচন করে পুলিশ। বিগত ৪বছর ধরে সে পলাতক ছিল।
উল্লেখ্য,সম্প্রতি অনুষ্ঠিত নবীগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসআই ধর্মজিৎ সিংহকে ইনাতগঞ্জ,দীঘলবাক ইউনিয়নের সাথে বড় ভাকৈর (পূর্ব) ও বড় ভাকৈর (পশ্চিম) ইউনয়নে পলাতক আসামী গ্রেফতারসহ আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে দায়িত্ব প্রদান করা হলে তিনি অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে এসআই ধর্মজিৎ সিংহ এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
নবীগঞ্জে ধর্ষন মামলার আসামী গ্রেফতার
নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ফাঁড়ীর পুলিশ ধর্ষন মামলার আসামী খছরু মিয়া(৩০)কে গ্রেফতার করেছে। সে উপজেলার ছোট ভাকৈর গ্রামের আখলিছ মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়,খছরু মিয়া নারী ও শিশু নির্যাতন,ধর্ষন মামলার দীর্ঘ দিন যাবত পলাতক আসামী। গতকাল বুধবার সন্ধায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিংহ এক দল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কাজীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
Comments
comments