Download Free BIGtheme.net
Home / বিনোদন / আজ থেকে ইউটিউবে মুক্তি পাচ্ছে জাজ এর ‘প্রেমী ও প্রেমী’!

আজ থেকে ইউটিউবে মুক্তি পাচ্ছে জাজ এর ‘প্রেমী ও প্রেমী’!

bdonline24_2178

বিনোদন ডেস্ক: ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এখনো। তার আগেই মুক্তি পাচ্ছে ইউটিউব চ্যানেলে। ছবি নয়, আগে ছবির ‘প্রেমী ও প্রেমী’ শিরোনামের গানটি মুক্তি পাচ্ছে।

আজ বৃহস্পতিবার রাত আটটায় ছবির এই টাইটেল গানটি জাজ-এর ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হচ্ছে দর্শকদের জন্য।

এ প্রসঙ্গে ছবিটির পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘ছবির শুটিং, ডাবিং ও সম্পাদনা শেষ। এখন পুরো ছবির কালার কারেকশনের কাজ চলছে। গানের কাজ আগেই শেষ হয়ে গেছে। এ জন্য গানটি মুক্তি দিচ্ছি আমরা। এতে করে ছবির প্রচার বাড়বে।’ এই গানে ঠোঁট মিলিয়ে নেচেছেন ছবির নায়ক-নায়িকা আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।

চলচ্চিত্রের গানে শাড়ি পরেছেন নুসরাত ফারিয়া এবারই প্রথম। এ ব্যাপারে ফারিয়া বলেন, ‘গানে প্রথম শাড়ি পরে নেচেছি। অধীর আগ্রহ নিয়ে আছি গানটিতে নিজেকে দেখার জন্য।’

গানটি লিখেছেন কবির বকুল, এর সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ। ছবিতে আরো অভিনয় করেছেন আমজাদ হোসেন, আমান, রেবেকা প্রমুখ। পরিচালক জানান, আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি মুক্তির কথা আছে।

Comments

comments