অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেসরকারি মেডিকেল কলেজের শর্তাবলী মেনে চলতে এসব প্রতিষ্ঠানগুলো কঠোর মনিটরিংয়ের আওতায় রয়েছে। মন্ত্রী আজ তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দেশে চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে সব মেডিকেল কলেজের কর্মকান্ড পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক, ডিজিএইচএস’র মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কামরুল হাসান খান এবং প্রফেসর মাহমুদ হাসান, প্রফেসর মোহাম্মদ শহিদুল্লাহ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নাসিম বলেন, কিছু বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা উপেক্ষা করে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা দেশে মেধাবি চিকিৎসক তৈরি ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে এই নীতিমালা বাস্তবায়নের প্রক্রিয়া জোরদার করেছি।
তিনি বলেন, গোটা স্বাস্থ্য সেবা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসাধু উপায় রোধে আমরা সিনিয়র চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বয়ে একটি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা চালু করেছি। সবার সহযোগিতায় কর্তৃপক্ষ কোন রকম অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়াই মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছে।
প্রফেসর আজাদ বলেন, আমরা চিকিৎসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোন রকম আপোষ করবো না। কারণ গুণগত শিক্ষার মাধ্যমে উন্নত চিকিৎসক তৈরি হয়। বেসরকারি মেডিকেল কলেজে উন্নত শিক্ষা দিতে এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় উপকরণ থাকতে হবে।
Comments
comments