স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৮০ রানে হেরেছে অস্ট্রেলিয়া। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ২-০তে সিরিজ পরাজয়।
অজিদের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানের পর কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে প্রোটিয়ারা ৩২৬ করে। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে গুটিয়ে গেলে সবই শেষ হয়ে যায় স্বাগতিকদের।
দ.আফ্রিকার জন্য জয়টি সহজ করে দেন দুই পেসার কাইল অ্যাবোট ও কাগিসো রাবাদা। চতুর্থ দিন দু’জনেই সমান চারটি করে উইকেট তুলে নেন।
দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটের পাশাপাশি মোট নয় উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন কাইল অ্যাবোট। এর আগে পার্থে প্রথম টেস্টে ১৭৭ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা পাঁচটি সাদা পোশাকের ম্যাচ হারলো দলটি। ২৪ নভেম্বর থেকে অ্যাডিলেডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
Comments
comments