অনলাইন ডেস্কঃ ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরির ওপর গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নানের আপিলের সারসংক্ষেপ ২ সপ্তাহের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি বহাল রেখে আদেশ দেন হাইকোর্ট।
অন্য দুই আসামি হান্নানের ভাই মহিবুল্লাহ ও মুফতি মঈন উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও বহাল রাখা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালতের ওই রায় বহাল রাখেন।
Comments
comments