জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের সাঁওতালদের ওপর হামলা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।
তিনি জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে স্বপন মুরমু অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার সাপমার ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের আব্দুল রশিদ, শাহনেওয়াজ, বাদশা, চয়ন মিয়া ও সাগর মিয়া।
Comments
comments