অনলাইন ডেস্কঃ রাজধানীর উত্তরা ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে ‘নব্য জেএমবি’র পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। ওই পাঁচজন জেএমবির সরওয়ার-তামিম গ্রুপের সদস্য এবং তাদের মধ্যে সংগঠনের অর্থ সমন্বয়কারী, বিস্ফোরক বিশেষজ্ঞ ও জঙ্গি প্রশিক্ষক রয়েছেন বলে র্যাব জানায়।
র্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান মিডিয়াকে বলেন, র্যাব ২-এর একটি দল বুধবার রাতে অস্ত্র ও গোলাবরুদসহ তাদের গ্রেপ্তার করে।
তবে সন্দেহভাজন এই জঙ্গিদের নাম-পরিচয় প্রকাশ করেননি এই র্যাব কর্মকর্তা। তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
Comments
comments